কবিতায় পরিমল ঘোষ

কবি নজরুল স্মরণে

বাংলা মায়ের দামাল ছেলে
নামটা নজরুল,
বিদ্রোহী এক কবি তিনি
নেই কোনো ভুল।
ঝড়ের হাওয়া বয়ে গেল
তাঁরই কাব্যে- গানে,
নতুন ভাবে জাগালো সবে
দেশপ্রেমের টানে ।
জাতের নামে ভণ্ডামি আর
অন্যায় অনাচার,
তাঁরই লেখায় উঠলো ফুটে
করলো ছারখার।
জন্মদিনে তাঁর যে ছবি
মনের মাঝে আঁকি,
মুক্ত- মনের কবি রূপে
তাঁকেই মনে রাখি।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।