কবিতায় বলরুমে প্রদীপ গুপ্ত

জীবনমরণ
এই যে চারিদিকে এতো খেলার আয়োজন,
বাদামের খোলায় যেন ভাসছে সমাজ,
মানুষেরা মানুষ শব্দটা উচ্চারণ করতে হিমসিম খাচ্ছে,
কেউ খেয়াল রাখেনা, রাখেনি কখনোই
শিখরদেশের কতোটা বরফ গললে ডুবে যাবে পৃথিবী।
কতোটুকু গলেছে, আরও কতোটুকু বাকী!
নোয়ার নৌকোর অপেক্ষায় আছে প্রেম।
আর প্রেমের অপেক্ষায় আছে সমস্ত খেলার অবসান।
ডুবে যাওয়ার আগে এসো প্রেমিক হই
প্রতিবাদ করে যাই সমস্ত অন্যায়ের আর… অপ্রেমের
নিষ্ঠুরভাবে গিলে খায় যে খেলা,
সমাজ – সংসার – জীবন।
কোমড় বান্ধ তৈয়ার হো.. লাখো কোটি ভাইও
হম ভুখমে মে মরণেওয়ালে
কেয়া মৎ সে ডরনেওয়ালে!