হৈচৈ ছড়ায় প্রভঞ্জন ঘোষ

মিঠাই

লেডিকেনি নই
তবুও আমরা অফুরন্ত
রসেবসে রই।

আমরা মিহিদানা
অমৃতি আর, গুজিয়া,বোঁদে
লাড্ডু, মতিচুর
জামবাটি-ট্রে-গামলা-ঝুড়ি
থালাতে ভরপুর!

একই ছাওয়ার তলে
ক্ষীরকদম্বের সাথে থাকি
নানা রঙ্গে মিলে।

আমাদের ও হাজার ক্রেতা
জনতা জগন্নাথ
হাত বুলিয়ে গায়
আদর ক’রে চুকচুকিয়ে
আঁকড়ে চুমু খায়।

মোটে অসুখী নই
একই সবার ময়রা-পিতা
তাতেই সুখী হই।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।