ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

বৃক্ষাদিযাপন
বৃক্ষ হয়ে আসো
বিশ্বাস হয়ে আসো
পত্রে-পত্রে ভরে দাও
অন্তহীন কথা
পুষ্পে-পুষ্পে বর্ণনের চাকচিক্যতা!
মাঝখানে হাওয়া দিয়ে মন-মাতনের
গড়ে তোল সেতুটিরে কথোকথনের।
মাটি হয়ে আসো
মিত হয়ে আসো
চরণের চলনের নির্ভরতা
বেঁধে দাও দাঁড়াবার সুদৃঢ়তা!
ধূলি-ঝুলি দর্শিয়ে অঙ্কুর ও শাঁস
ভরে তোল যাপনের গূঢ় আশ্বাস।
পাখি হয়ে আসো
প্রীত হয়ে আসো
পক্ষপুটে সেঁচে আনো
আকাশের নীল-
হৃদয়ের অনাবিল সুখ স্বপ্নিল!
শুশ্রুত শম্ভুত অনন্ত সুর
স্নায়ুতে-স্নায়ুতে করো সদা ভরপুর।
কীট হয়ে আসো
কান্ত হয়ে আসো
ঝিঁঝিপোকা,জোনাকের সন্তুলনে
সদাশয় ঘের দাও সকাতর প্রাণে!
রক্তিয় ছলনার অনন্ত উর্ধ্বে
চেতনার রাখিটিরে রাখো হাতে বেঁধে।