T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় প্রদীপ গুপ্ত

সূর্য ডুবে গেছে
কালের সমুদ্দুরে
বেশ কিছুকাল হলো,
ওর দুচোখও
বুঝি আজ
বাস্পব্যাকুল ছিলো।
আকাশে এখন
বিগত পূর্ণিমার
ভরন্ত চাঁদের শরীর
সন্ধ্যা মালতিরা
সেই কখন কে জানে
খুঁজে নিয়েছে নীড়,
খোঁপার জুইগুলো
কেমন যেন আজ
উন্মনা উতলায়
ওরাও কি জেনে গেছে
আজ তুমি লোভী হবে
একান্তে নিরালায়
দু’চোখের পাতায় আজ
একে দেব দূরন্ত আলপনা,
এ বছরের শেষ আদরটুকু করি
এদিকে এসো — সুরঞ্জনা —