ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

ভালো কথা না শুনলে
ভালো কথা না শুনলে
এই সব কথা বলতে হয়
যে, চলো হিংস্র হই
হিংসার বিষ ছড়িয়ে
দিগ্বিদিক করি উচ্ছন্ন
নিজেরা হয়ে এক-একটি বন্য।
এই সব কথা বলতে হয়
যে, চলো লুটেরা হই
চলো হই ললুপ্ত
আঙ্গুলে নখর নিয়ে গুপ্ত
ঝাঁপ দেই সদলে
আসতর্ক প্রতিটি নারীর অঞ্চলে
অসতর্ক প্রতিটি নরের বগলে।
এই সব কথা বলতে হয়
যে, চলো কৌশলি হই
হাতে নিয়ে গোলাপের ফুল
অবশেষ, রুধিরাক্ত করি
ফুটিয়ে কাঁটার হুল।
ভালো কথা না শুনলে
ভালুকের গর-গর শোনাতে হয়
শোনাতে হয়
শুকরের ঘোঁৎ-ঘোঁৎ,
শেয়ালের হুক্কা
ঘোটকের হ্রেষা
অবশেষ ঘেউ-ঘেউ
নিজেরা হয়ে আস্ত এক-একটি ফেউ;
চলো ফেউয়ের ছড়াছড়ি করি
দিগ্বিদিক কটূ গন্ধে ভরি,
চলো হই দীন-হীন
লোমশ শরীরে ঢেকে মোটা সঙ্গিন।
ভালো কথা না শুনলে
এই সব কথা বলতে হয়
যে, চলো মারি উঁকি
কোথায় কি সুরভি আছে
শুঁকে-শুঁকে দেখি,
চলো দেই হানা
নিজেরা নিতান্ত হয়ে শকুনের ছানা!
আরো আছে
হবে একে-একে
ঠিক বলা শেষ হবে
শেষ নাই রেখে-
ভালো কথা না শোনালে ও
ভালো করে শোনো
এসবের দিন শেষ
হয়ে আসে- জেনো।