সাতে পাঁচে আজ পিন্টু ঘুঘু

বাকি

একটা অন্তিম ভালোবাসা
বাকি থেকে গেছে ।

হৃদয়ের মধ্যে যে হৃদয় আছে
মনের মধ্যে যে মন আছে
তার কাছে ।

যখনি দেখা হয়
বড্ডো কু- কথা বলে
খালি তাগাদার উপর তাগাদা ।

আমি দেনার দায়ে
পালিয়ে পালিয়ে বেড়াই ।

সুদে আসলে কতো হলো
কে জানে ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।