সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে প্রদীপ গুপ্ত (পর্ব – ৩৭)

সুন্দরী মাকড়সা
— দেখো আবার ঘুমিয়ে পোড়ো না যেন, আর তুমি কখনোই ডায়রেক্টলি ওকে দেখবে না। ও যেন কিছুতেই বুঝতে না পারে যে ওকে আমরা নজরে রাখছি। আমি যাস্ট স্নানটা সেরে আসছি।
ঋষি চট করে ঘরের টেবিলটাকে আর চেয়ারটাকে জানালার সামনে নিয়ে এলো। টেবিলটার ওপরকার বইগুলো থেকে একটা বই চোখের সামনে মেলে ধরলো। সামান্যক্ষণ বাদেই ঋষি বুঝতে পারলো যে কাজটার জন্য স্নেহা ওকে এখানে বসিয়ে রেখেছে সেটা খুব একটা সহজ কাজ নয়। বিশেষত রাতজাগা চোখে কাউকে নজরে রাখাটা মুখের কথা নয়। ঘুমে দুচোখ বুজে আসছে, তবুও চোখকে টেনে ধরে রাখতে পারছে না। হাতের বইটা কবার যে ঠকাস করে টেবিলের ওপর আছড়ে পড়লো কে জানে?