সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে প্রদীপ গুপ্ত (পর্ব – ৪১)

সুন্দরী মাকড়সা
— দিদি পাগলের মতো ভালোবাসতেন জামাইবাবুকে। কিন্তু দীর্ঘদিন ধরে ওদের সন্তান না হওয়ায় ওদের ভেতর দূরত্ব বাড়তে থাকে। দিদি জানতেন দূর্বা ম্যাডামের ওপর ওর স্বামীর দুর্বলতার কথা। ওরা একই বাড়িতে থাকার ফলে শারীরিক মেলামেশার ক্ষেত্রটাও সহজ হয়ে গেছিলো।
— একই বাড়িতে মানে? কোন বাড়িতে?
— আজ্ঞে আপনার বন্ধু, আই মিন আমি ঠিক জানি না আপনাদের রিলেশনটা কি সেজন্যই বন্ধু বললাম।
— ঠিকই বলেছেন। আমরা দুজন বন্ধু, তবে একইসাথে কলিগ। একই অফিসে চাকরি করি। হ্যাঁ, যা বলছিলেন আপনি, ঋষি, মানে আমার কলিগ যে বাড়িতে থাকেন সে বাড়িতেই তাহলে –
— সে বাড়িতে নয়, সে ঘরেই দিদিরা থাকতেন আর দূর্বা ম্যাডাম থাকতেন তার নীচের ঘরে। একতলায়।