ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

নিরবচ্ছিন্ন

কুশের আসন রাখি না
সাগ্নিক হুতাশনে
আপনিই অন্ত হয় ফাইবার,
ভষ্মের ওড়াউড়ির শেষ হয়;
যে রোদ্দুর
মেঘ ছিঁড়ে পতিত হয়-
অচিরেই শোষিত হয় স্যাঁতস্যাঁত!
কামারের হস্ত ন্যস্ত হয়
নিরলস ঢিপ মারে
হাতুড়ির গ্রীবা।
সেই ধূলি ভেলি হয়
সেই ঢিবি ভরে ওঠে খাগড়ায়-ঝাড়ে।
প্রত্যেক উপাসনা পূতময়,
জ্বল-জ্বল উজলিত
প্রত্যেক হোম, কিবা মোম।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।