হৈচৈ ছড়ায় প্রভঞ্জন ঘোষ

টেবলুরামের শিক্ষে

পুকুর থেকে উঠে এসে
তেমনি ভেজা গায়ে
এবং ভেজা প্যান্ট পরে সে
ডাং ও গুলি নিয়ে
একা-একা খেলছিল
তার এমনি খেলার ঝোঁক,
মা বলে ‘গা’র ভেজা কাপড়
এবার খোলা হোক,
না হয় জ্বরে পড়বি
তখন দেখবি কেমন খেল্’,-
সে সব কথা উড়িয়ে দিয়ে
টেবলু বটব্যাল
তেমনি খেলায় মত্ত হয়ে
একটি ঘন্টা পরে
ভেজা প্যান্টটি খুলে তখন
শুকনো কাপড় পরে।
সারা বেলা ভালোই ছিল
কত ঠাট্টা-হাসি
সন্ধ্যেবেলা কি হল তার
লুকিয়ে-লুকিয়ে আসি’
মাদুর এবং বালিশ টেনে
উল্টে কুপোকাৎ,
গায়ের গরম বেড়ে চলে
যতই বাড়ে রাত।
রাতদুপুরে ভুলের ঘোরে
বলে বাচাঁও, মায়ে-
আর কখনো ভেজা কাপড়
রাখবো নাকো গায়ে।
সত্যি-সত্যি সেবার থেকে
স্নানটি সেরে তার
গায়ের ওপর ভেজা কিছু
খুব দেখি না আর।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।