আজ সারাদিন রবিবার। তাতানের ছবি আঁকার দিন। মেঝেতে রাখা আঁকার খাতার ওপর নিচু হয়ে ঝুঁকে পড়ে পেন্সিলের আঁকিবুকি কাটছে সে। সামনে অনু আন্টি বসে একদৃষ্টে তাতানের খাতার দিকে চেয়ে আছে, বোঝার চেষ্টা করছে কী আঁকতে চাইছে সে।
তাতান সাদা পাতার ওপর কালো পেন্সিল দিয়ে গোল আঁকছে। আস্তে আস্তে গোলটা কেমন চৌক ছকে ভরে গেল। তারপর একটা সবুজ মাঠ। মাঠের ঘাসের ওপর কতগুলো ছোটোছোটো পা সেই ছককাটা গোলটাকে নিয়ে খেলা করছে। হঠাৎ করেই গোলটা আকাশের দিকে উঠে গেল। ভেতরের ছকগুলো খুলে গিয়ে আকাশময় কতগুলো নিমকি আকৃতির ঘুড়ি হয়ে গেল। লাটাইয়ের সুতো ধরে হাজার হাজার ঘুড়ি উড়ছে আকাশের উঁচুতে, আরো উঁচুতে। লালকমল নীলকমলের রাজ্যে, সিন্ড্রেলা ডোরেমনের দেশে। এরপর ঘুড়িগুলো আবার গোল হয়ে পৃথিবীর মতো একটা কী যেন হয়ে গেল। তাতান দেখছে সবুজ নীল এই গোলটা কত রঙিন রঙিন স্বপ্নে, কত রঙিন রঙিন খেলায় ভরা।
অনু আন্টি এইবার তাতানের খাতার ওপর ঝুঁকে পড়ে দেখতে লাগল কী এঁকেছে সে। দেখল সাদা পাতা জুড়ে কালো রেখার একটা বড় বৃত্ত। তার ওপর মানসিক ভাবে প্রায় অক্ষম এই বাচ্চাটির মুখ থেকে ক্রমাগত লালা ঝরে পড়ছে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন