কবিতায় প্রিয়ব্রত দত্ত

অপুষ্পক
কিছু কথা জেনে যেতে পারেনি মা
জানতে পারেনি তাঁর ছোট ছেলেটি বদ্ধ উন্মাদ
অমাবস্যার রাতে চাঁদের সাথে কথা বলে!
কখনও উদাস বাউল
রাত কাটায় মেঘনার চরে।
কখনও আবার জোছনা নিয়ে খেলতে খেলতে
ঘুমিয়ে পড়ে চাঁদের সাম্পানে।
মা জেনে যেতে পারেনি
তাঁর ছোট ছেলেটি ফুল ফোটাতে পারেনি
অলি ফিরে গেছে কোন সকালে!