মানুষের গায়ে যেমন ভাল খারাপ লেখা থাকে না
তেমনি কবিতার ক্ষেত্রেও তাই
‘আপনার ব্যবহারই আপনার পরিচয়’
বহুদিন ধরে চলে আসা কথাটা
শুধু বাসের অন্দরেই লেখা থাকে
আর সেই বাস রাস্তায় যেতে যেতে
কত কিছুই যে করে তার ইয়ত্তা নেই
মানুষ আর বাস চলমান বলেই
ওই বাক্যটিও চলতে চলতে
কখন যে অন্য পথে পাড়ি দেয়
তা কেউই ঠাহর করতে পারি না।