পার্থ চট্টোপাধ্যায়ের কবিতা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১. কিশোরী তোমায় বলছি
দু কান পেতে শুনতে পেলাম
শহরতলীর ঝাপসা কাঁচে-
আজকে তোমার আসার খবর
বৃষ্টি হয়ে আটকে আছে।
ভরসা ছিল, আস্থা ছিল,
বিভেদ ছিল খুব গোপনে !
আমার দুচোখ আটকে ছিল-
ঝাপসা কাঁচের মধ্যিখানে।
রিনরিনে সেই শব্দ যেন
হঠাৎ এসে থমকে গেলো,
এ মন নদীর স্রোতের মতো-
সবার আগে তোমায় পেলো।
দেখতে পেলাম সেই কিশোরী
গুঞ্জরিত পাখির মতো,
তাই বুঝি এই অবুঝ বারিষ
অল্প মেঘেই প্রস্ফুটিত।
তাই বলেছি চিলতে হেসে
আমার মনের ঝাপসা কাঁচে-
আজকে তোমার আসার খবর
বৃষ্টি হয়েই আটকে আছে।