ক্যাফে কাব্যে পিয়ালী চট্টোপাধ্যায়

ক্রান্তিকাল

ব্যাকরণ কোনদিন বোধগম্য হয় না।
শিক্ষাবিদ হওয়ার কোনো যোগ্যতা নাই,
শুধু প্রচেষ্টা আছে নকল দেখনদারি অথবা
ঝকঝকে চুমকি বসানো পোশাকের মতো,
যার পিছনে, খরখরে কাটা কাটা সুতো,
পরলেই বড় গায়ে বেঁধে।
যাদুকরের সম্মোহন আছে,
আছে বশীভূত করার আনন্দ।
প্রতি পদে পদে নেতিবাচক বেড়া আছে।
জঞ্জালের স্তুপের উপর বসে আছে
কিছু অপদার্থ মশা-মাছির দল।
কিছু আছে টিকি নাড়া পন্ডিত,
হাজার হাজার বছরের পুরনো পান্ডুলিপি
ঘেঁটে ঘেঁটে মানুষের অতীত, ভবিষ্যৎ, বর্তমানের
রূপরেখা তৈরি করে চলেছে যারা।
অশ্লেষা, মঘা আর যাত্রা নাস্তি শুনতে শুনতে
যখন অন্তঃকর্ণ ফাঁপা অন্তঃসারশূন্য হয়ে যায়,
তখন কি কখনো মনে হয় না,
এই আঁচলে কুড়িয়ে নিয়ে,
যত কিছু আবর্জনা জঞ্জাল,
না এর বিধি নিষেধ,
একবার ঝাঁপ দিই মহা সাগরের জলে।
সমস্ত অপারগতা ধুয়ে ফেলে
জন্মের প্রথম ক্ষনের মত,
আবার নতুন করে শুরু করি।
হে বিধাতা আদেশ করো
শুধু একবার….
Spread the love

You may also like...

error: Content is protected !!