অনন্তকাল যুদ্ধ জেতে ঘাতক
হারের মুকুট মাথায় শুয়ে হত
ঘাতক নিজেই – অবাক করা নাটক
যুদ্ধ জেতে অনন্তকাল ঘাতক
এ রক্তস্রোত বইবে আর কাঁহাতক
লাশের ওপর শকুনরা জাগ্রত
আমিই শকুন আমার রক্ত চাতক
আঁকছি বক্ষে ঝাঁঝরা গুলির ক্ষত
দুই। না এসে পারি
বৃষ্টির ফোঁটা ঝরে যায় চৌকাঠে
মোহিত স্বপ্নে দেখি তোমাকেই, নারী
সবুজ প্রেমের হিন্দোল ওঠে মাঠে
পড়বে পায়ের চিহ্ন কি এই বাটে?
আলপথে পথে উল্লাস পাগলাটে
বৃষ্টি তোমার মুখে চুম্বনকারী
তুমি সমুদ্রপক্ষীর পাখসাটে
জ্বালছো আগুন, আমি কি না এসে পারি?