T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় পল্লব ভট্টাচার্য অনন্ত

এগিয়ে যাচ্ছি
মাইলফলক গুনে গুনে পথের দুরত্ব মাপি
গড়িয়ে চাকা এগিয়ে, সময় পিছিয়ে যায়
প্রতিদিনের হিসেব খাতায় কেবল কাটাকুটি
একক, দশক, শতকের আগে বিন্দু স্থান পায়।
সময়ের দেওয়াল জুড়ে মানচিত্র এলোমেলো
দর্পন’এ প্রতিবিম্ব, ভবিতব্য— ছবি আঁকে কত
সবার সাথে পথ চলছি সরল কিংবা বাঁকা
মাইলফলক গুনে গুনে— স্মৃতিচারণ যত।
হাজার মাইল হাঁটছি শুধু— হাঁটছি শেষের খোঁজে
সময় যেন পাশ কাটিয়ে আলতো ছুঁয়ে যায়
তুমি, আমি সমান্তরাল হৃৎপিণ্ডের ধুলো—
সময়, সাথে যাওয়ার তরে অন্তরে কাতরায়।
একটা একটা মাইলফলক ক্রমশঃ সরে সরে
নীলচে আলোয় হারিয়ে যায়, স্বপ্ন ভাঙে-চুরে
দেওয়াল জুড়ে আঁকছি যত রইবে অক্ষত
এগিয়ে যাচ্ছি পরস্পরে ডাকছি সমস্বরে।।