|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় মানসী বন্দ্যোপাধ্যায়

* হারাও নি কো তুমি *
কলমে : মানসী বন্দ্যোপাধ্যায়

হারিয়ে গেছে পাঁচ নম্বরের উঠোন দেউড়ি, জুড়ি গাড়ি, বিশাল নিমগাছ।

হারিয়ে গেল সারা শ্রাবণের ফুটন্ত হলুদ ফুলে ভরা বিরাট কদম গাছ

একে একে হারিয়ে গেছে তোমার চেনা সব,
আমার কাছে তেমনি আছ আমার রবীন্দ্রনাথ।
শুধু হারাও নি কো তুমি।

হারিয়ে গেছে দোলনা বাগান, ঝগরু বেয়ারা, বৈঠক খানা,ক্ষীণ ফোয়ারার ধারা।

হারিয়ে গেল ছাদের বাগান, লাইব্রেরী ঘর, সৌখিন আসবাব জাপানি নকশা করা।

একে একে হারিয়ে গেল তোমার প্রিয় সব।
আমার কাছে তেমনি আছ আমার রবীন্দ্রনাথ।
কোথাও হারাও নি তো তুমি!

হারিয়ে গেছে গান বাঁধানো পদ্মাবোট, স্নেহের বাঁধন,বড়ি আচার,যৌথ পরিবার।

হারিয়ে গেল ঝাড় লন্ঠন, বাঁশের লাঠি,দুই দারোয়ান আদ্রিজা ও আছিলাল।

একে একে হারিয়ে গেল তোমার ভালবাসা সব।
আমার কাছে তেমনি আছ আজ ও আমার রবীন্দ্রনাথ।
কখনও হারাও নি গো তুমি!

হারিয়ে গেছে কাঠের সিন্দুক, জ্যোৎস্না কুয়াশা মোড়া দক্ষিণের বারান্দা।

হারিয়ে গেল,মাঘ উৎসব গোলাপ আতর ভেজা সুরের সেই স্বর্নালী সন্ধ্যা

একে একে হারিয়ে গেল তোমার স্মৃতির পাতা।
শুধু আমার কাছে তেমনি আছ তুমি হারাও নি কখনও।

কেঁদেছিল সেদিন শ্রাবণ আকাশ কাশের বন, উদয়ন, দেহলী, আর
স্তব্ধ শালবীথি।

আর কেঁদেছিল গাড়ি বারান্দা, পাতায় ছাওয়া বিরাট তেঁতুল গাছ
জন্মভূমির মাটি।

শুধু আমার কাছে তেমনি আছ আজও আমার রবীন্দ্রনাথ,
কখন‌ও কোথাও হারাওনি গো প্রাণসখা আমার।

Spread the love

You may also like...

error: Content is protected !!