কবিতায় স্বর্ণযুগে পিনাকী বসু (গুচ্ছ কবিতা)

১| ছায়াদাতা গাছ
আর কিছুটা পথ পেরোলেই,
ছেড়ে যাবে খোলোস।
শব্দের ফোয়ারা বেয়ে,
অনাবৃত শরীরে,
আঁতেল হৃদপিণ্ডটা বিপ্লব ঘটাবে।
ভিতরের রাতগুলো শুধু,
জোনাকির অনুবাদে,জেগে থাকবে-
ভাঙবে নির্বাসন।
বিকেলের ছায়া গুণে,
নীলখামে রাখা থাকবে টুকরো করে।
সেদিনই নাহয়,
ছায়াদাতা গাছ বলে ডেকো।।
২| প্রত্যাঘাত
তোমার বাঁহাত কাকে চায়,
ডান হাত জানেনি কখনো।
বাঁকাঁধের সিঁদুরের দাগ,
অগোছালো ভুলে,
ডান কাঁধে অন্য কারো।
শুধু রাতই কি “নষ্ট” হয়?
বৃষ্টিরা,দেখেছে বহু জল।
নোনাজল, ঘোলাজল,ডুবজল-
এবার, নিলামে তোলার আগেই,
পোশাক বদলে নেব আমিও।।
৩| বেজন্মা
এই নেই মানুষের শহরটাই,
খবর রাখে গর্ভবতী কবিতাদের।
এখানে,লাওয়ারিশ বীর্য থেকে,
প্রতিদিন চোখরঙের কবিতার জন্ম হয়।
সেসব কবিতারা,ভিড়ে মুখ লুকিয়ে থাকে।
ময়লা কাপড়েই ওদের বিকেল হয়।
ওদের জন্য কোন,
বিশেষ্য বা বিশেষণ বরাদ্দ নেই-
নীল জন্মচিহ্নটুকু ছাড়া।
শুধু যখন রাবণ পোড়ে,
তখন উৎসব করে ওদের দীর্ঘশ্বাস।।