কবিতায় প্রদীপ বসু

কিংকর্তব্যবিমূঢ়
মাতৃক্রোড়ে পুরুষ প্রথমে ছিল দুগদ্ধ পোষ্য,
যখন একটু হোলো বড়…
পেলো জীবনে ঠাকুমা,দিদিমা থেকে দিদির আদর,
পূর্ন যৌবনে সংসার জীবনের পথে এলো স্ত্রী নামক নারী,
সেই নারীই তাকে সঠিক ভালোবাসার অ আ ক খ দিয়েই আদ্যান্ত ভালোবাসতে শেখালো,
ভালোবাসার ফসলে দশ মাস দশ দিন রমণীর কোলে…
অনেক কষ্ট সয়ে, আলো করে কন্যা, পুত্র সন্তানরা এলো।
তবুও কেন আজ নারীরা পাবে না যথাযথ যোগ্য সন্মান?
তবে রোজগারের দৈনন্দিন চাপের মুখে কী পুরুষ ভালোবাসতে ভুলে গেছে??
না বর্তমানের নারীরাই তার যোগ্যতা হারিয়েছে নিজ নিজ গুণে,
নারী মনের পেলবতা, কোমলতা হারিয়ে সবাই আজ কেমন যেন হয়ে গেছে রূঢ়,
আজ সবাই কেমন জানি আমরা দিন কে দিন হয়ে যাচ্ছি কিংকর্তব্যবিমূঢ়!