T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় পলাশ বিশ্বাস

রতন
তুমি ইচ্ছে করলেই উড়তে পারো ,
তুমি ইচ্ছে করলেই ওড়াতে পারো-
চতুর্দিকেতে বিজয়ের কেতন!
আমি যে এ কথাই ভাবি বারংবার ,
আমি যাচাই করি তা অমূলক নয়-
যতবার করি পরিচর্যায় যতন!
ও হে হাত রেখো এভাবেই চিরকাল,
ও হে স্মরণে রেখো সকাল বিকাল –
খুঁজো সিন্ধু সেঁচে অমূল্য রতন !