ক্যাফে কাব্যে পাভেল আমান

জীবনধারা
শব্দ নানান করছে ভিড়
পথ চলাতে মুহূর্ত মাঝে
খুঁজতে আছি শান্তির নীড়
দিন যাপনে সকাল সাঝে।
বিবিধ আশায় বুকটা ভরে
বেঁচে থাকার এই ভুবন
মনোবলকে জাপটে ধরে
সৃষ্টি নেশায় মুগ্ধ জীবন।
অনেক কিছু চলেছে ঘটে
প্রতিটি ক্ষণে দৃষ্টি মেলে
ভাসছে ছবি মানস পটে
ভাবনা নিয়ে প্রাণটি ঢেলে।
ইচ্ছেগুলো লক্ষ পূরণে
মননাকাশে উড়তে থাকে
মধুর স্মৃতি নিয়ত স্মরণে
জীবনধারা আকে বাঁকে।