ক্যাফে কাব্যে পাভেল আমান

বাংলা ভাষা
তোমার ভাষা আমার ভাষা
প্রাণের প্রিয় বাংলা ভাষা।
বাবার ভাষা মায়ের ভাষা
সবার সেরা বাংলা ভাষা।
রাম রহিমের মুখের ভাষা
জীবন জুড়ে বাংলা ভাষা।
সুখে দুখের নিত্য ভাষা
বঙ্গ জাতির মাতৃ ভাষা।
ভাব প্রকাশের শ্রেষ্ঠ ভাষা
তোমার আমার বঙ্গ ভাষা।
দিন বদলের সঙ্গী ভাষা
পথ চলাতে বাংলা ভাষা।
বেঁচে থাকার রসদ ভাষা
মনন মাঝে মায়ের ভাষা।
স্মৃতির মাঝে বাংলা ভাষা
জপতে থাকি প্রাণের ভাষা।
দুই বাংলার একই ভাষা
ভালোবাসার বাংলা ভাষা।
বিভেদ প্রাচীর ভাঙ্গে ভাষা
মহা মিলনের বাংলা ভাষা।