ক্যাফে কাব্যে পাভেল আমান

সবার মনে ধর্ম
সবার মনেই থাকুক ধর্ম
করতে থাকি আপন কর্ম।
বেঁচে থাকার স্বপ্ন নেশায়
জীবন থিতু নিত্য আশায়।
মনন জুড়ে ধর্ম বিরাজ
হস্ত যুগল হয়েছে দরাজ।
পথ চলাতে ভাবনা মেলি
সুখের গড়ে জীবন ঠেলি।
ধর্ম মানেই ধারণ করা
চেতন জগত ছন্দে ভরা।
সাহস নিয়ে এগোতে থাকি
ভুলে গিয়েছি কাজের ফাঁকি।
সবার মনেই ধর্ম রবে
মিলে মিশেই থাকবো তবে।
সম্প্রীতি সুর উঠুক জেগে
ধরণী মাঝে প্রবল বেগে।
সব ধর্মের একই বাণী
মুক্ত মনেই সকলে মানি।
নিজের ধর্ম প্রকৃত পালন
অপর ধর্মে শ্রদ্ধা জ্ঞাপন।