কবিতায় পাভেল আমান by TechTouchTalk Admin · July 15, 2025 মনের কথামনের কথা বলবো তারেবন্ধু বলে ডেকেছি যারেবিপদে-আপদে থাকলে পাশেহতাশা যাতনা নিয়ত ভাসে।নানান স্মৃতি জড়িয়ে আছেদিন যাপনে তোমার কাছেভালোলাগাকে জাপটে ধরেবাঁচার রসদ জীবন ভরে।যতই আসুক দ্বিধা জড়তাতোমার প্রতি নিত্য মুগ্ধতাহাঁটছি তবে অজানা পথেপ্রাণের স্পন্দন চলছে রথে।প্রতিটি ক্ষণেই চির জাগরুকতোমার সান্নিধ্যে শান্তি ঝরুকবন্ধু বলেই জমানো কথাবলবো সদা দুজনে যথা। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 T3 || রবি আলোয় একাই ১০০ || সংখ্যায় শমীক জয় সেনগুপ্ত May 10, 2022 by TechTouchTalk Admin · Published May 10, 2022