ক্যাফে কাব্যে পাভেল আমান

শান্তির নীড়
ভাবনা নিয়ে বেঁধেছি বাসা
মনের গহন কোনে
জমতে আছে বিবিধ আশা
চলার পথের ক্ষণে।।
জীবন পাটে মারছে উঁকি
স্বপ্নের বাহারি ছবি
আসুক যত কালের ঝুঁকি
জাগ্রত আকাশ রবি।।
সম্মুখে আজ দিয়েছি পাড়ি
নতুন কিছুর খোঁজে
সুদূর পানে হাতটা নাড়ি
কিছুই না জেনে বুঝে।।
ভাবনাগুলো করছে ভীড়
জীবন গড়ের বাঁকে
গড়তে আছি শান্তির নীড়
সুখের সাজানো তাকে।।