ক্যাফে কাব্যে পাভেল আমান

শব্দরা সব
শব্দরা সব করছে ভীড়
মনন মাঝে বাঁধছে নীড়।
ভাবনা দুয়ার দিয়েছি খুলে
চাওয়া পাওয়া শিকেয় তুলে।
জীবন গড়ের চলা ফেরা
হয়েছে যেন নিয়ত জেরা।
প্রতি পদেই খোলস ছেড়ে
যাতনা বাঁধা আসছে তেড়ে।
চেতন জুড়ে জমছে আশা
নতুন দিশায় খুঁজি ভাষা।
জারি তবু প্রাণের বিকাশ
প্রহর গুনে আত্ম প্রকাশ।
আকাশ ভরা তারার দেশে
ইচ্ছে নানান মেলায় শেষে।
শব্দ মালার বুনন জালে
মনটা নাচে আপন তালে।
জীবন জুড়েই শব্দ গাঁথা
ভরিয়ে রাখে সৃজন কাঁথা।
ভালো লাগা স্মৃতির ভেলায়
ভাসতে থাকি সারা বেলায়।