কবিতায় বলরুমে পিয়াংকী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ফ্যানটুকু
উনুনের গনগনে আঁচে ফুটছে ভাতের হাঁড়ি
পাশে বসে খালিপেটে গামছা বেঁধে সে দৃশ্য দেখছে আমার দেশ
নিস্তেজ দেশ
নিঃশব্দের দেশ
অসহায় দেশ
শেষঅবধি আমার দেশ ।
হাঁড়ির গায়ে ছাইভস্ম ,
অন্তিম মুহূর্তে ঠিক যেমন বিলীন হয় বিদ্বেষ
সেভাবেই চালের ঋণ চুকিয়ে দুমুঠো ভাতের গা থেকে ঝরে পড়ছে ফ্যান ।
দেশ অন্ধ নয়
অনুভবে সে পড়ে নেয় দুনিয়াদারির পাঠ্যবই
আমার ঘরে কতো কতো সন্তান
কিন্তু আমার বুকে দুধ নেই ।
অন্তত ফ্যানটুকু সংরক্ষণ করার জন্য আজ একটা পাত্রের বড় প্রয়োজন ।