T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় পিয়াংকী

অগ্নিমানব

খরস্রোতা সংসার। অভাবী ভিক্ষাপাত্র হাতে দাঁড়িয়ে আছে একটা মালভূমি

উচ্চগতি অথবা অসমতল পর্বত , সমুদ্রপৃষ্ঠ…
গোধূলি পেরোলেই ভূমিরূপ পরিবর্তন হবে
তখনও আকাশে জোনাকি উড়বে,
মশারির ভেতর সাম্রাজ্য গড়ে তুলবে নারী-পুরুষ।
সম্মিলিত প্রচেষ্টা আর কয়েকটা দাগ।

মধ্যবর্তীরা ধোঁয়াশা। দাঁড়িয়ে দাঁড়িয়ে চৈতন্যনাচ ছাড়া উপায় কি?
কুয়াশা এখন ঘরের দেয়ালে
সাদা সাদা বক এখন মজদুর
শামুক এখন খোলসত্যাগী সন্ন্যাস

এরপরও…
তুমি ছুঁতে চাইছো এভারেষ্ট?
কখনও তোমার শিৎকারে কাঁপছে সুগভীর মারিয়ানা খাত?

টিকলি-ঝুমকো
নাকছাবি-বিন্দি
হার-চুড়ি-আংটি
অন্তর্বাস-ঘুঙুর… পরে নাও
নাচো নাচো নাচো
আরও বেশি গতিতে ঢুকে যাও কৃষ্ণগহ্বরে

 

তোমার বৈষ্ণবপদাবলী কোথায়? কোথায় শুকসারির পালাকীর্তন?

মনে রেখো, তুমি এযুগের নগ্ন ভগবান !

Spread the love

You may also like...

error: Content is protected !!