|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় পিয়াংকী

ঘুম আর বেডটি
আচমকা ঘুম ভেঙে গেলে প্রথমেই আমি একটা পাহাড় দেখতে পাই। দেখতে পাই আবছা একটা মানুষের শরীর। সে যেন একদম প্রান্তিক সীমায় দাঁড়িয়ে আছে। চোখ কচলে দূর থেকে তাকে সাবধান করছে আরেকটা মানুষ। কারোর হাতে কোন অস্ত্র নেই। সাধারণত বিপদ থেকে বাঁচাতে গেলে রক্ষাকারীর দু’হাত ভর্তি রাখাই বুদ্ধিমানের কাজ, অথচ এক্ষেত্রে বিষয়বুুঝদার নয় কেওই
যিনি প্রকাশ্য সমাবেশে বসে রইলেন, স্পোর্টস কমেন্ট্রি করার মত করে অগোছালো বিছানায় বসেই বেডটি খেলেন, রং নিয়ে গনতন্ত্র উৎসবে মুখ খুললেন যদসামান্য গালিগালাজও ছুঁড়লেন…
আমি এদের সব্বাইকে চিনি। এরা তারা যাদের ফেরার রাস্তা আরও প্রশস্ত হচ্ছে
আসলে এদের প্রত্যেকের ঘরে আয়না বাড়ন্ত।