হৈচৈ কবিতায় ওয়াহিদা খাতুন by · Published March 6, 2021 · Updated March 9, 2021 ওয়াহিদা খাতুন, (Wahida Khatun),শিক্ষিকা-লেখিকা। মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ, ইংরেজিতে এম.এ, ইংরেজি ও বাংলায় দুটো ভাষায় আলাদাভাবে কবিতা, সনেট ও সংগীত লেখেন। সম্প্রতি তিনটি গ্রন্থ বেরুনোর জন্য প্রস্তুতি চলছে। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি । সনেট অরণ্যে রোদন দাবানলের বিষাক্ত আগ্রাসী বাতাসে স্তব্ধীভূত পৃথিবীর হৃদয়-স্পন্দন ; বাষ্পীভূত অশ্রুর বিন্দুরাশি আকাশে, নির্মল বসুধায় আতঙ্কের কম্পন ; বিকারগ্রস্ত মনুষ্যত্বে ঢেকেছে ধরা– যন্ত্রণার অগ্নিবাণে শুধু পোড়া ঘ্রাণ ; বাসন্তীরঙে বিবর্ণ কালো ছায়া ভরা– বিবেক-দংশনে সোনালি যৌবন ম্লান । জরাগ্রস্ত-সমাজে দম্ভের পদাঘাত, বিদ্রুপের চ্ছটায় নিঃস্বের অশ্রু ঝরে; পীড়িতের দুঃখেও হয়না কর্ণপাত, রক্ষক-ই ভক্ষক হয়ে তামাশা করে; ব্যথিত মননে কান্না করি সারাক্ষণ–! নৃশংস দ্বারে শুধুই অরণ্যে রোদন–!! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় গৌতম সমাজদার April 14, 2023 by TechTouchTalk Admin · Published April 14, 2023
0 ।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রতন বসাক October 24, 2020 by TechTouchTalk Admin · Published October 24, 2020 · Last modified June 2, 2022