কবিতায় ঐন্দ্রিলা ঘোষাল

যা হারিয়ে যায়
এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে পড়েছে আজ
রাতের পাঁজরে পাঁজরে
অনুভূতিরা দানা বাঁধছে
বৃষ্টির তাল সুর ছন্দ লয়ের সাথে সাথে ।
অনেক দূর থেকে ভেসে আসছে
রাগ বাগেশ্রীর মনকাড়া তান
আর সুরের তীব্র মূর্ছনায় ঝরে পড়ছে
প্রিয়জনের জন্য প্রতীক্ষার
এক হৃদয়-নিংড়ানো আকুতি ।
ঠিক সেই সময়
বৃষ্টিভেজা রাস্তায় হেঁটে চলেছে
এক মানুষ….. পাগল নাকি?
গাইছে সে “ যদি প্রেম দিলে না প্রাণে..”
ঠিক তখনই আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে তোমায় চোখ বন্ধ করে প্রবল আশ্লেষে ।
তোমার নিশ্চিন্ত আশ্রয়ে দাঁড়াবো কী করে?
যে আশ্রয় রোজ চলে যায় অন্য কারো কাছে
সরে যায় আমার থেকে কয়েক আলোকবর্ষ দূরে
ঠিক তখনই আকাশ লাল রং মেখে
তাকালো আমার চোখে
আর রাগ ললিতের সুর ছড়িয়ে পড়ছে
আমার সারা শরীরে ভোরের নরম মায়াবী আদরে ….