T3 || ঈদ স্পেশালে || লিখেছেন ওবায়েদ আকাশ
by
·
Published
· Updated
সরাইখানার মাঠ
সরাইখানা প্রতিদিন আহ্লাদ ফেরি করে
কাগজ পেলেই লেকে ভেজা বাতাসের রেণু
প্রতিদিন ঘুমাতে ঘুমাতে আঁকি
সরাইখানার মাঠ; তালগাছ সুদীর্ঘ খুব
বাতাসে সম্ভ্রমে ভাসে বেথুল বনের ছায়া
চোখের পাপড়িতে ঘুমায় আঁকো কৃত্রিম সমুদ্রের ফেনা
কাঁপা কাঁপা বিস্তর পরিণতি
সরাইখানা দুলে ওঠে খুব
ঝড়ের সৌগন্ধ ঘিরে স্নিগ্ধ ভেজা বন
প্রান্তরে পাতার কারুছায়া
চেতনা ছাপিয়ে জাগে তোমার আশস্ত খেয়া