ক্যাফে কাব্যে নির্ময় সরকার নির

শুধু তোমার জন্য
কতবার তোমাকে ছুঁতে গিয়েও,
সরিয়ে নিয়েছি নিজের হাত
কতবার তোমাকে ভালোবাসা জানাতে গিয়ে
নিরব রয়ে গেছে আমার মুখ
ব্যর্থ হয়েছে আমার সকল বাসনা
বেড়ে গেছে পুরোনো অসুখ।
কতদিন অপেক্ষা করেছি তোমার জন্য
দাঁড়িয়ে রয়েছি একলা অমি ছাদে
কতদিন কান পেতেছি আমার দরজায়
মৃদু কড়া নাড়ার শব্দ শুনবো বলে
কর্ণযুগল উল্লসিত ছিলো
মন হয়েছিলো উদ্দাম সমুদ্র তরঙ্গ
সেদিনো হেরে গিয়েছিলাম আমি তোমার অভিমানে
আবেগের কথামালা দিয়েছিলো সঙ্গ।
কতবার আমি কল্পনা করেছি এমন দৃশ্যপট
সে শুধু আমি জানি
কতবার জন্মাবো আমি তোমার জন্য
তোমায় ভালবাসবো বলে,
তারপর একদিন আমার মৃত্যু হবে
চির বিদায় জানাবো পৃথিবীকে
সেদিন জানবে তুমি
আমার জন্ম হয়েছিলো শুধু তোমার জন্য।।