প্রবাসী ছন্দে নিলুফা সুলতানা লিপি (বাংলাদেশ)

কৃষ্ণ আঁধার
তোদের আকাশে প্রতিদিন ধরে বহুজাতিক রং
ভোরের সুর্য ওঠার সাথে সাথেই
বাড়াই হাত সংগোপনে,
মুহুর্তেই চিকচিকে কৃষ্ণ আঁধার
চিত্রল বেশে নেমে আসে আমার আকাশে,
দেখি নিজের হাত নিজেই ধরে আছি
তবু সেজেগুজে বসে থাকে কৃষ্ণ
হাঁকে, হাত গুটিয়ে যায়
এমন রহস্য আঁধারে
আমিটাও যাই গুটিয়ে।