T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় নন্দিনী সেনগুপ্ত

তুমি ফিরে এলে
তুমি ফিরে এলে… যখন প্রথম
ইমনে লাগলো কড়ি মধ্যম ।
তুমি ফিরে এলে মালকোষে তান
সঞ্চার হল আগমনী প্রাণ
তুমি ফিরে এলে ঝলসায় রাত
ফিরে যা রে মেঘ, দেহ প্রণিপাত
তুমি ফিরে এলে মগ্ন সেতার,
ঝালায় সপাটে খোলে যত দ্বার
তুমি ফিরে এলে ভূমি পবিত্র,
শিউলিসকাল ধান্যক্ষেত্র
তুমি ফিরে এলে স্বপ্নস্বরূপ
কমলকলিরা রাত জেগে চুপ
তুমি ফিরে এলে পথে লোকগান,
ফিরে যদি পায় তার সম্মান ।
তুমি ফিরে এলে আউল বাউল
সেজে ওঠে ভাঙা প্রাণের দেউল।
তুমি ফিরে এলে চতুর্দোলায়
জেগে থাকে প্রেম বেলা-অবেলায় ।
তুমি ফিরে এলে, মঙ্গলগান
শিশিরফোঁটায় মোছে অভিমান।
তুমি ফিরে এলে, তাই এ কবিতা…
আঁচলে বাঁধা কি ঘরের চাবিটা?
ফিরেছ কি তুমি? বলো একবার
তোমারই আঁচলে রাখি হৃদি–ভার…