T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় নিবিড় সাহা

এমনই তো চাও
ভীষণ জ্বরে জলপটির মতো আমাকে চাও,
তীব্র তাপদাহে শুষে নিতে চাও
আমার শরীরের সমস্ত জলীয় সম্পদ l
ছায়া ঘেরা বনাঞ্চলে একাকী আমাকে চাও,
অজানা পাখি আর পোকাদের কনসার্ট,
বুনো ফুলের বাসরে সবুজ গালিচায় বসে
আমার অনাবৃত শরীরে এক এক করে
সেঁটে দিতে চাও তোমার প্রিয় সমস্ত অক্ষর l
আকাশ টুকটুকে লাল হয়ে এলে আমি বুঝি
এরপরই চারপাশ ঘন কালো হবে,
আমার রাত পোশাকের ভিতরে প্রতিটি পাতায়
নদীর মতো যে শব্দের স্রোত বয়ে যায়,
সেই স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে যেতে চাও
কোনো নির্জন দ্বীপে তোমার অন্তর্হিত কর্মশালায় l
তোমার বুকে মেঘ জমা হলে
তুমি চাও আমি বৃষ্টি হয়ে ঝরি পাতায় পাতায় l
তুমি বিস্তীর্ণ বেলাভূমি পেতে রাখো
আমাকে অবিরত অশান্ত ঢেউয়ের মতো চেয়ে l
আমাকে চাও মহুয়া মাতাল, পূর্ণিমা রাত
নিকোনো মাটির চাতাল l
আমাকে আগুন হতে বলো শীতলতম রাতে
শুষে নেবে আবেগী উষ্ণতা, প্রবল তুষারপাতে
প্রতিটি উন্মুখ খোলা পৃষ্ঠার পেলব শরীর l
শরীর জুড়ে সহস্র শব্দ, শব্দ জুড়ে অসংখ্য অক্ষরে তুমি শুধু আমাকেই চাও l