T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় মলয় দাস(পরিযায়ী)

রেস

মাতৃগর্ভে ডিম্বাণু শুক্রাণু মিলনের পরে যে প্রাণ সঞ্চার হয় সেদিন থেকে মৃত্যুর দড়ি না ছোঁয়া পর্যন্ত ম‍্যারাথন রেস চলতে থাকে।নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকা জীবন সাফল্য -ব‍্যর্থতার নক্ষত্রে আবর্তিত হয়,পূর্ণিমা আসে অমাবস‍্যা নামে রেসের ঘোড়া থামলেই বর্জ‍্য পদার্থ অভিমান তখন প্লেটের সুস্বাদু মাংস,রেস জিতলেও পরিবর্তনহীন নিয়ম।দীর্ঘায়িত জীবন মানেই অ‍্যাচিভ টু সাকসেস ডেস্টিনেশন,টু বি অর নট টু বি।বিড়াল কাটা মৃত্যুতেও ঠিক টু বি নট টু বির গল্প লেখা থাকে।অন্নপ্রাশনের হাতে যে ব‍্যাটন তুলে দেওয়া হয় সহিসের চাবুক ক্রমাগত মালিকের ব‍্যর্থতার মনোবাঞ্ছা পূরণের ক্ষত তৈরি করে।জীবন মানেই দৌড় কখনো একশো, দুশো, পনেরশো, ম‍্যারাথন,মৃত্যু হচ্ছে সেই কাঙ্খিত ফিতে তারপর ব‍্যাটন পাল্টে আরেক জীবনের হার্ডল রেস।।

Spread the love

You may also like...

error: Content is protected !!