কবিতায় বলরুমে নিবিড় সাহা

বপন
সেদিন পুরোনো আলমারি ঘেঁটে
কোনো জীর্ণ খাতার কয়েকটি ছেঁড়া পাতার হদিস পেয়েছি,
তাতে কিছু লেখা আছে কালির কলমে l
হাতের লেখা দেখে চিনেছি, পড়ে দেখেছি প্রত্যেকটিই একেকটি কবিতার পাতা, আর
প্রত্যেকটি কবিতা একেকটি আয়নার মতো l
সেই আয়নার সামনে দাড়িয়ে অনুভব করি
আমার ভিতর বপন করা সেই বীজ,
যেটা থেকে একটা ছোটো চারা গাছ হয়েছে এখন,
তাতে ছোটো ছোটো কিছু সবুজ পাতাও ধরেছে
ঠিক মায়ের মতো একটা গাছ l