T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় নীলাঞ্জনা সাহা

মনের খোঁজ
তোমার যখন নির্ঘুমে রাত পোয়ানো
মন বোঝে তোমার অনন্ত সময় চাই,
তুমি যখন আসবে বলে ভাষায় বলো
পুষ্প ঘন রাস্তা তোমার আবাহনে ব্যস্ত সাজায়।
ঝরঝর বৃষ্টি ভেজার ইচ্ছা প্রকাশ
বুঝি, তুমি এখন ময়ূরীর আভাস।
দৃষ্টি যখন ঝাঁক বলাকাদের মুগ্ধতায়
তুমি চাইছো লং ড্রাইভ এ উন্মত্ততায়।
যখন তুমি মেঘ গর্জনে দূরন্ত উচাটন
মন বোঝে, তুমি চাও দুই বাহুর আলিঙ্গন।
ডায়াল টোন কাটে যখন বারংবার
মন বোঝে, দূরত্ব চাও নদীর এপার ওপার।
সূর্য যখন মধ্য মনি, পিয়ন এসে বাজায় বেল
আমি আছি স্মৃতির পাতায় দুরন্ত মেল।
পৌঁছে দেখি জজ সাহেব দিলেন ছুটি
গাঁথা মালা ধুলোয় পড়ে লুটোপুটি।