কবিতায় বলরুমে নিবিড় সাহা

অস্তরাগে
এবার আমায় ফোড়ন দেওয়া শিখিয়ে দিও
শিখিয়ে দিও, কোন রান্নায় ঠিক কতটা মশলা লাগে l
ব্যাংক, বীমার কাজ গুলো সব, এবার তুমি রপ্ত করো
রপ্ত করো ভিড়ের মাঝে পথ চলা টা l
সন্ধ্যে তো প্রায় হয়েই এলো, হঠাৎ করে একলা হলে
অন্ধকারে ঠোকর না খায় নির্ভরতা l
বেলা শেষে, বরাদ্দ ঋণ ফুরিয়ে এলে
কাউকে তো ঠিক যেতেই হবে খানিক আগে l
রপ্ত করো একলা ছাদে আকাশ দেখা
শিখিয়ে দিও, কোন রান্নায় ঠিক কতটা মশলা লাগে l