কবিতায় বলরুমে নিবিড় সাহা

চেনা পরিসরে

দাঁড়িয়ে আছি আয়ত এক খন্ড পাথরের উপর,
ছুঁয়ে যাচ্ছে এসে শঙ্খিনী ঝর্ণার জল, আর
ভাবছি তুমি আসবে, আসোনি l

বাহারি ফুলের উপর উড়ে বেরাচ্ছে
এক ঝাঁক বর্ণিল প্রজাপতি
মধুবন্তি সুর পাখিদের আবহসংগীতে,
আমিও প্রবল ভাবে চাইছি ধরা দিতে,
কিন্তু, তুমি এলে না l

ছায়ার ঘোমটা টানা মসৃন মোরামের পথ
চেয়ে থাকি সুদূর সর্পিল বাঁকের দিকে,
দিগন্ত মনে হয় কাজলের রেখা
একবার, একবার সেই চোখ যদি যায় দেখা,
এবারেও, তুমি অধরাই থেকে গেলে l

অথচ, কতবার ভেঙে গেছে ঘুম
অযাচিত ভাবে পাশে এসে দাঁড়িয়েছো,
আবদ্ধ আয়তক্ষেত্রে একঘেয়ে নিস্তব্ধ রাতের
সেই চেনা পরিসরে l

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।