কবিতায় বলরুমে নিবিড় সাহা

এমনও হতে পারে
অবলীলায় কি ভাবে জড়িয়ে থেকেছো
সব অক্ষরের গায়ে
অথচ আমাদের কোনোদিন কথাই হয়নি l
দিগন্তের দিকে তাকিয়ে কতবার ভেবেছি
শিখে নেবো জুড়ে থাকা,
কিন্তু আমাদের তো দেখাই হলো না কখনো l
অনুভবের তো আর ঠোঁট নেই
তাই অপেক্ষায় থেকে যেতে হয়,
নতুন পোশাকের মতো গন্ধ মাখা অনুভূতি গুলো নিয়ে l
ছোটো, বড় টিলা গুলো পেরিয়ে যাই রোজ
মেঘ, কুয়াশা, রোদ, বৃষ্টির সাথে,
যদি দেখা হয়, যদি কথা হয় কখনো সাক্ষাতে l