T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় নবনীতা সরকার

১| শীত বিষয়ক

কলমের শিরায় জেগে উঠলে
পাহাড়,ধোঁয়া ধোঁয়া শব্দেরা স্নান সারে
হ্যাশট্যাগে তখন এক কাপ কফি
এবং একটু উষ্ণতার জন্য…
ঘুম পাহাড়ের নির্জনতায় স্বপ্নের অমলতাস
সোহাগী এজলাসে সবুজ,ধূসর,কালোর ত্রিকোণ
বেণুবনে জেগে ওঠে
বেহায়া শিশির সঙ্গম
আপামর ঘর মুড়ে থাকে কবিতার অন্তর্বাস।

২| কফিনবন্দী পার্বণ

আঁচলে কুয়াশাভোর ,
ঠোঁটে টুপটাপ কথা
আশরীর জেগে থাকে
সর্পিল অন্ধকার,
বাইরে তীব্র অনীহা
ঘাসে ঘাসে দুর্ভেদ্য হিম
পায়ের পাতায় হেঁটে চলে
কফিনবন্দী পার্বণের ইতিকথা।।
Spread the love

You may also like...

error: Content is protected !!