কবিতায় বলরুমে নিবিড় সাহা

ছোটো ছোটো ঢেউ

রাত নেমে এলে,
আমাদের পাশে
চুপি চুপি এক নদীও আসে l

স্রোতের সাথে ভেসে আসে কত
খড়কুটো ফেলে আসা,
ছোটো ছোটো ঢেউ ছুঁয়েছো কি কেউ,
বুঝেছো তাদের ভাষা ?

ছেড়ে আসা দুই কূলে,
যা কিছু রয়েছে পরে সময়ের ভুলে
ছোটো ছোটো ঢেউ হয়ে ছুঁয়ে যায় এসে,
ধুয়ে দিয়ে বিষাদ বালিশ
সেই নদী নিয়ে যায় অধরার দেশে l

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।