কবিতায় বলরুমে নিবিড় সাহা

সংযোগ
বছরের পর বছর যে ফসল ফলায়
তার সাথে খিদের সংযোগ আছে l
শ্রমের সাথে, ঘামের সাথে,
শস্যের দামের তো কোনো সংযোগ নেই
অথচ, তাকে সারি তে দাঁড়িয়ে থাকতে হয়
সংযোগের অপেক্ষায় l
প্রতিবার পরীক্ষার আগে যে রাত জাগে
তার সাথে স্বপ্নের সংযোগ আছে l
চাওয়ার সাথে পাওয়ার বা প্রয়োজনের
কোনো সংযোগ থাকে না কখনোই
অথচ, সে সারি তে দাঁড়িয়ে থাকে
সংযোগের অপেক্ষায় l
যুগ যুগ ধরে কত হাতের সাথে
ভাতের কোনো সংযোগ নেই,
মুমূর্ষের সাথে জীবনদায়ী ওষুধের সংযোগ নেই,
সংযোগ নেই ভূমিষ্ঠ শিশুর সাথে
আগামী দিনের কোনো প্রতিশ্রুতির,
অথচ সবাই সকাল থেকে রোদে, জলে
দীর্ঘ সারি তে দাঁড়িয়ে আছে রোজ
কোনো না কোনো সংযোগের অপেক্ষায় l