আমি ভালো আছি, তুমি ভালো আছো, ভালো আছে সব নারী?
ভালো থাকি সবে যদি নিরাপদে পথ চলতে পারি।
ভালো থাকি তবে বাইরে ও ঘরে
যদি না নিপীড়িত হই
ভালো থাকি তবে আমরা মেয়েরা
যদি মন খুলে কথা কই
আমি ভালো আছি, তুমি ভালো আছো, সব নারী ভালো থাক
বুকেতে লালিত স্বপ্ন-আশারা সব পূর্ণতা পাক
নারীরা যদি ভালো থাকে তবে ভালো থাকে মানব জাতি
ভালো থাকে ফুল, নদী-লতাপাতা, দিবস এবং রাতি
ভালো থাকে এই মাটির ধরণী, ভালো থাকে বিশ্ব লোক
আমি ভালো আছি, তুমি ভালো আছো, নারীদের ভালো হোক——