কবিতায় নূপুর রায় (রিনঝিন)

স্মৃতি ঘুরে আসি
ফিরে যাই চল ছেলেবেলায়
মেতে উঠি ঘুড়ি খেলায়
ছুটছি মাঠে লাটাই হাতে
সময় কাটতো সবুজ মাঠে।
সোনালী সবুজ মাঠ ছিলো
ধানের উপরে ঢেউ ছিলো
সহজ সরল মানুষ গুলো
রুপোলী জলে মাছ ছিলো।
মাঞ্জা দেওয়া সূতোয় ঘুড়ি
লাটাই হাতে ছেলে বুড়ি
গেলো গেলো ভোকাট্টা রব
ঘুড়ি খেলায় মেতেছে সব।