T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় নূপুর রায় (রিনঝিন)

মা আসছে ধরায়
মৃন্ময়ী মা চিন্ময়ী রূপ
আসছে সেজে ধরায়
শিউলি সুবাস ছড়িয়ে পরে
আলতা রাঙা পা’য়।
কাশের বন দুলিয়ে মাথা
বলছে ডেকে আয়
দুগ্গা মা তো আসছে ধরায়
ঢাকিরা ঢাক বাজায়।
আদুল গায়ে ছেলে পুলে
ফুটপাতে রাত কাটে
এবার মা তুমি ও এসো
অন্ন নিয়ে হাতে।
নতুন জামা চাই না মাগো
পুরোনো টাই হবে,
যে যেখানে আছি মাগো
হাত বাড়িয়ে দিবে।
পেটের দায় যে বড়ো দায় মা
সহ্য করা যায় না
ফুলেফেঁপে ধন বাড়ে যার
মোদের দিকে চায় না!
তুমি মাগো সর্বজনীন
বলছি তোমাকে তাই
এসো এবার মর্ত্যলোকে
ভোগের অন্ন চাই চাই।